রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

আন্তর্জাতিক বাজারে চিনির দরপতন

ফারহানা মির্জা | প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৩, ১২:২৫

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে গেলো কিছুদিন ধরেই চিনির দাম বেড়েই চলেছিল। একপর্যায়ে ভোগ্যপণ্যটির দর গেলো ১২ বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে উঠেছিল। অবশেষে গেলো মঙ্গলবার (৭ নভেম্বর) খাদ্যপণ্যটির মূল্য হ্রাস পেয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদন হতে জানা যায়, আলোচ্য কার্যদিবসে ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) অপরিশোধিত চিনি দর হারিয়েছে।

এদিন আগামী মার্চের চিনির সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে ১ দশমিক ৩ শতাংশ। প্রতি পাউন্ডের দর স্থির হয়েছে ২৭ দশমিক ৫৯ সেন্টে। এর আগে যা ছিল ২৮ দশমিক ১৪ সেন্ট।গেলো ১২ বছরের মধ্যে তা ছিল সবচেয়ে বেশি।

একই কর্মদিবসে আসছে ডিসেম্বেরের সাদা চিনির দাম নিম্নমুখী হয়েছে ১ দশমিক ৪ শতাংশ। প্রতি মেট্রিক টনের দর নিষ্পত্তি হয়েছে ৭৫২ ডলার ৪০ সেন্টে। এদিন আগামী মার্চের চিনির সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে ১ দশমিক ৩ শতাংশ। প্রতি পাউন্ডের দর স্থির হয়েছে ২৭ দশমিক ৫৯ সেন্টে। এর আগে যা ছিল ২৮ দশমিক ১৪ সেন্ট। বিগত ১২ বছরের মধ্যে তা ছিল সবচেয়ে বেশি।

একই কর্মদিবসে আসছে ডিসেম্বেরের সাদা চিনির দাম নিম্নমুখী হয়েছে ১ দশমিক ৪ শতাংশ। প্রতি মেট্রিক টনের দর নিষ্পত্তি হয়েছে ৭৫২ ডলার ৪০ সেন্টে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top