রোজার আগে নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া
রায়হান রাজীব | প্রকাশিত: ৮ মার্চ ২০২৪, ১৫:২৭
আর কয়েকদিন পরই শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। রোজার আগেই গরম রাজধানীর নিত্যপণ্যের বাজার।
সপ্তাহ ব্যবধানে বেড়েছে মাছ-মাংস-সবজি দাম। বিক্রেতারা দুষছেন সরবরাহ সংকটকে আর ক্রেতারা দাবি করছেন, ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজি।
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন, রোজা শুরুর আগেই বিক্রেতারা পরিকল্পনা করে মাংসসহ অন্যান্য পণ্যের দাম বাড়াতে শুরু করেছে। এ অবস্থায় বাজারে কঠোর তদারকি দরকার।
বাজার পরিস্থিতির বিষয়ে টিসিবির অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, বাজারে যদি সাধারণ গতি থাকে, সুষ্ঠুভাবে চলে, আমি বিশ্বাস করি বাজারে ন্যায্যমূল্যে পণ্য পাওয়া যাবে। আমরা সেই চেষ্টাই করছি।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।