ঈদের আগে ছুটির তিন দিন খোলা থাকবে ব্যাংক

রায়হান রাজীব | প্রকাশিত: ৩১ মার্চ ২০২৪, ১৪:৪৪

ছবি: সংগৃহীত

ঈদের আগে ব্যাংক খোলা নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত সামনে পবিত্র ঈদুল ফিতর। এর আগে ব্যাংক খোলা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। জানা গেছে, ঈদের ছুটির আগে তিনদিন খোলা থাকবে ব্যাংক।

পবিত্র ঈদুল ফিতরের আগে সাপ্তাহিক ও সরকারি ছুটির মধ্যেও তিনদিন সীমিত প‌রিসরে তফসিলি ব্যাংকের শাখা খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (৩১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদুল ফিতরের আগে তৈরি পোশাক শিল্পসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান রপ্তানি বিল বিক্রয় ও শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাদের বেতন, বোনাসসহ অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা খোলা রাখতে হবে।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top