পাইকারিতে কমেছে পেঁয়াজের দাম
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৪:২৭
নিজস্ব প্রতিবেদক:
কোন ঘোষণা ছাড়ই ভারত হঠাৎ পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার ঘোষণার পর প্রায় দ্বিগুণ দামে বিক্রি হয় নিত্যপ্রয়োজনীয় পেঁয়াজ। তবে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) থেকে পেঁয়াজের দাম পাইকারিতে কমতে শুরু করেছে।
পাইকাররা বলছেন, বাজারে নতুন করে পেঁয়াজ আসায় কেজিপ্রতি পাঁচ টাকা পর্যন্ত দাম কমেছে। কারওয়ান বাজারের আড়তে ভারতীয় পেঁয়াজ পাইকারি বিক্রি হচ্ছে কেজি প্রতি ৫৭ থেকে ৬০ টাকা। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৭৫ থেকে ৮০ টাকায়। মানভেদে কমেছে পেঁয়াজের দাম।
পেঁয়াজের দাম বাড়ায় সরকারিভাবে টিসিবির ট্রাকসেলে ৩০ টাকা কেজিদরে পেঁয়াজ বিক্রি অব্যাহত রয়েছে। বাজার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরকারিভাবে বন্ধের দিন ছাড়া প্রতিদিন এ বিক্রি অব্যাহত থাকবে।
এনএফ৭১/এনএম/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।