কমেছে পেঁয়াজের দাম, সস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২১, ১৯:৩২
বাজারে নতুন পেঁয়াজের আগমনে আরও এক দফা দাম কমেছে। ভালো মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিতে ৩০ টাকা। শুক্রবার (২৯ জানুয়ারি) বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।
তাছাড়া পেঁয়াজের পাশাপাশি অন্যান্য প্রায় সব ধরনের সবজির দাম সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে। ফলে কিছুটা সস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, খুচরা পর্যায়ে ভালো মানের দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিতে ৩০ টাকা। পাইকারিতে কেজি ২৫ টাকা বিক্রি হচ্ছে।
এছাড়া দাম কমেছে নতুন আলুর। খুচরা বাজারে এক কেজি নতুন আলু ১৮ টাকায় বিক্রি হচ্ছে। টমেচটো পাওয়া যাচ্ছে ২০-৩০ টাকায়। শিমের কেজি বিক্রি হচ্ছে ১৫-৩০ টাকায়। প্রতিটি ফুলকপি ও বাঁধাকপির বিক্রি হচ্ছে ১৫-২০ টাকার মধ্যে। এছাড়া মূলা ১০-১৫ টাকা, গাজর ১৫-৩০ টাকা, বেগুন ১০-২৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ৪০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে বড় লাউ।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।