বাংলাদেশের অর্থনীতি আশাব্যঞ্জক নয়: আইএমএফ
রাজীব রায়হান | প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৮
বাংলাদেশের অর্থনীতির চিত্র খুব একটা আশাব্যঞ্জক নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে আইএমএফ-র মিশন প্রধান ক্রিস পাপা জর্জিও। বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
আইএমএফ-র মিশন প্রধান বলেন, মূল্যস্ফীতি দীর্ঘদিনেও নিয়ন্ত্রণে আসছে না। ব্যাংক ও রাজস্ব খাতে সংস্কার অব্যাহত রাখার তাগিদ দেন তিনি। এসময় তিনি জানান, ফেব্রুয়ারির শেষ নাগাদ আইএমএফের কিস্তির ৬৫ কোটি ডলার পাবে বাংলাদেশ। আর ৭৫ কোটি ডলার নতুন ঋণের একটি প্রস্তাবনা আইএমএফ-র বৈঠকে উত্থাপন করা হবে।
বাংলাদেশে আইএমএফের রিভিউ মিশন প্রধান আরও বলেন, বাংলাদেশের অর্থনীতি চিত্র খুব একটা আশাব্যঞ্জক নয়, দীর্ঘদিনেও নিয়ন্ত্রণে আসছে না মূল্যস্ফীতি, যা আইএমএফের ধারণার চেয়েও অনেক বেশি।
ক্রিস পাপাজর্জিও বলেন, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলেও বাংলাদেশের আর্থিক খাতের সংস্কারেই গুরুত্ব দিচ্ছে আইএমএফ।
আর্থিকখাতের সংস্কার উদ্যোগ নিয়ে তিনি বলেন, সঠিকভাবে খেলাপিঋণ চিহ্নিত করতে হবে। আর্থিক খাতে পুনর্গঠনের জন্য করতে হবে রোডম্যাপ। বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা ও সুশাসনের প্রতিও জোর দেন আইএমএফের মিশন প্রধান।
জানা যায়, আইএমএফের শর্ত পূরণ করে ১৮ ডিসেম্বর শেষে নিট রিজার্ভ ১৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলার। যেখানে ডিসেম্বর পর্যন্ত দাতা সংস্থাতির লক্ষ্য ছিলো ১৫ দশমিক ৩ বিলিয়ন ডলার।
উল্লেখ্য, আইএমএফের চতুর্থ কিস্তি ছাড়ের আগে শর্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা ও নতুন ঋণের বিষয়ে দরকষাকষি করতে গত ৩ ডিসেম্বর থেকে আইএমএফ গবেষণা বিভাগের ডেভেলপমেন্ট ম্যাক্রোইকোনমিকসের প্রধান ক্রিস পাপাজর্জিওর নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকা সফর আসে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।