মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি রপ্তানির ওপর ট্রাম্পের শুল্ক-বজ্রাঘাত!

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ জুলাই ২০২৫, ১১:১৩

ছবি: সংগৃহীত

বাংলাদেশের অর্থনীতির জন্য আসছে আরেকটি ধাক্কা! ডোনাল্ড ট্রাম্পের সই করা নতুন নির্দেশনায়—বাংলাদেশি পণ্যের ওপর এবার ৩৫ শতাংশ শুল্ক!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি একটি চিঠি পাঠিয়েছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে। চিঠিতে তিনি জানিয়েছেন—আগামী ১ আগস্ট থেকে বাংলাদেশি সব পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে ৩৫% শুল্ক বসানো হবে।

ট্রাম্প বলেছেন, বাংলাদেশ বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক ও বাণিজ্য বাধা দিয়ে চলেছে। ফলে মার্কিন অর্থনীতিতে সৃষ্টি হয়েছে স্থায়ী ঘাটতি। এবার সেটা আর মানা হবে না!

আরও চমকপ্রদ বিষয় হলো—বাংলাদেশ যদি পাল্টা ব্যবস্থা নেয়, তাহলে শুল্কের পরিমাণ আরও বাড়ানো হবে। এমনকি তিনি এটাও বললেন—বাংলাদেশ যদি পণ্য আমেরিকায় তৈরি করে, তাহলে কোনো শুল্কই থাকবে না!

চলতি বছরের এপ্রিলে ৩৭% শুল্কের সিদ্ধান্ত নিলেও, তা তিন মাসের জন্য স্থগিত করেছিলেন ট্রাম্প। কিন্তু ৯ জুলাই সেই সময়সীমা শেষ হওয়ার আগেই—নতুন করে আরও কঠোর সিদ্ধান্ত!



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top