মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

৯৩৫ কোটি টাকায় আমেরিকা থেকে দুটি আধুনিক জাহাজ কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ আগষ্ট ২০২৫, ১৭:৪৯

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্র থেকে আনছে দুটি আধুনিক বাল্ক ক্যারিয়ার জাহাজ! ৯৩৫ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকা ব্যয়ে, প্রতিটি ৫৫ থেকে ৬৬ হাজার ডিডব্লিউটি ক্ষমতার জাহাজ কেনা হবে হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি থেকে।

মঙ্গলবার, সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

দরপত্র প্রক্রিয়ায় তিনটি প্রতিষ্ঠান অংশ নেয়, তবে কারিগরি ও আর্থিকভাবে সর্বনিম্ন দরদাতা ছিল যুক্তরাষ্ট্রের এই প্রতিষ্ঠান। দাম ঠিক হয়েছে ৭৬ দশমিক ৬৯৮ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৩৫ কোটি টাকা।

জাহাজ দুটি কেনা হবে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে। একই দিনে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকেও বড় সিদ্ধান্ত আসে—বিশ্বব্যাংকের অর্থায়নে চট্টগ্রাম, ঢাকা, আশুগঞ্জসহ গুরুত্বপূর্ণ নৌপথ খনন ও টার্মিনাল নির্মাণের অবশিষ্ট কাজ বাস্তবায়নের অনুমোদন। দুটি নতুন জাহাজ যোগ হলে দেশের সমুদ্র পরিবহন খাতে যোগ হবে নতুন গতি—বাণিজ্যে বাড়বে সক্ষমতা।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top