পেঁয়াজের আমদানি শুল্ক প্রত্যাহার
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২০, ২১:২৬
নিজস্ব প্রতিবেদক:
পেঁয়াজ আমদানির ওপর আরোপিত ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (২০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম।
এনবিআরের দেওয়া এই সুযোগ আগামী ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে বলেও জানিয়েছেন তিনি। দেশে পেঁয়াজের অভ্যন্তরীণ বাজার নিয়ন্ত্রণে রাখতেই এ সুযোগ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এর আগে গত ৭ সেপ্টেম্বর পেঁয়াজ আমদানির ওপর আরোপিত ৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের অনুরোধ জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআরকে) চিঠি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।