মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

রাজনৈতিক অচলাবস্থার শঙ্কা, ঝুঁকিতে বাংলাদেশের অর্থনীতি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫২

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতির ওপর নতুন করে নেমে এসেছে রাজনৈতিক অস্থিরতার শঙ্কা। জামায়াতে ইসলামীসহ তিনটি ইসলামী দল সংখ্যানুপাতিক পদ্ধতি ও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবিতে তিন দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। তবে বিএনপি ও তাদের সমমনা দলগুলোর দ্বিমত থাকায় রাজনীতিতে নতুন বিভাজন তৈরি হয়েছে।

এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। তারা বলছেন, রাজনৈতিক সংঘাত বাড়লে বিনিয়োগ, রপ্তানি অর্ডার ও পণ্য সরবরাহ ব্যবস্থায় বিপর্যয় নেমে আসতে পারে।

র‌্যাপিড-এর চেয়ারম্যান ড. আব্দুর রাজ্জাক সতর্ক করে বলেছেন, দেশের অর্থনীতি যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তখন রাজনৈতিক স্থিতিশীলতা খুবই জরুরি। ব্যবসায়ীরা ইতোমধ্যে বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে শান্তিপূর্ণ পরিবেশের জন্য সহযোগিতা চেয়েছেন। বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমও রাজনৈতিক দলগুলোকে এমন কোনো কর্মসূচি থেকে বিরত থাকতে বলেছেন, যা দেশের শিল্প ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top