ফের বাড়ল চালের দাম
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২০, ১৪:৪৩
নিজস্ব প্রতিবেদক:
দেশে পাইকারি ও খুচরা বাজারে হঠাৎ বেড়েছে চালের দাম। এতে বাজারে চাল কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন প্রান্তিক পর্যায়ের ক্রেতারা। এক সপ্তাহের ব্যবধানে কুষ্টিয়া ও নওগাঁসহ দেশের পাইকারি চালের মোকামে বস্তা প্রতি প্রকারভেদে ৫০ থেকে ১০০ টাকা বেড়েছে চালের দাম। এতে প্রভাব পড়েছে খুচরা চালের বাজারে।
পাইকাররা বলছেন, হঠাৎ ধানের সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়ে গেছে। এতে চালের দামও বেড়ে গেছে বাজারে।
ব্যবসায়ীরা জানান, হাট-বাজারে ধান কমে যাওয়ায় ধানের দাম বৃদ্ধি পেয়েছে। ধানের দাম বৃদ্ধি হয়েছে, সে কারণে চালের দাম বৃদ্ধি পেয়েছে।
এনএফ৭১/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।