ভারতকে ট্রানজিট বানিয়ে ইলিশ পাচার, ক্ষতিগ্রস্ত বাংলাদেশী ব্যবসায়ী-জেলেরা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ অক্টোবর ২০২৫, ২২:৪৩

২০০৭ সাল থেকে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ থাকলেও পূজার সময় বিশেষ ছাড়ে প্রতিবছরই সীমিত আকারে ইলিশ পাঠানো হয়। এ বছরও রপ্তানি শুরু হয়েছে, তবে এর আড়ালে চলছে ভিন্ন রহস্য।
খোঁজ নিয়ে জানা গেছে, কলকাতার বাজারে অল্পসংখ্যক ইলিশ বিক্রি হলেও বাকিগুলো ভারতকে ট্রানজিট করে চলে যাচ্ছে অন্য দেশে। বাংলাদেশ থেকে প্রতি কেজি ইলিশ ৫০০ থেকে ৬০০ টাকা লোকসান দিয়ে রপ্তানি করা হলেও, সেই মাছ পুনঃরপ্তানি হচ্ছে আন্তর্জাতিক বাজারে ৪০ থেকে ৪৫ ডলার দরে। এতে প্রতি কেজিতে লাভ দাঁড়াচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকা।
স্থানীয় সূত্র জানিয়েছে, কলকাতা, হাওড়া ও বারাসাতের বাজারে কিছু বাংলাদেশী ব্যবসায়ীর গদি ও আড়ত রয়েছে। সেখান থেকেই মাছ পাচার হয়ে যাচ্ছে সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে।
বরিশাল চেম্বার অব কমার্স বলছে, বহু বছর ধরে ভারতকে ট্রানজিট বানিয়ে ইলিশ পাচারের এই সিন্ডিকেট সক্রিয়। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশের ব্যবসায়ী ও সাধারণ জেলেরা।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।