আলুর বাজারে অনিশ্চয়তা, দিশেহারা কৃষকরা
স্টাফ রিপোর্টার | প্রকাশিত: ২ অক্টোবর ২০২৫, ১৪:৩৫

সরকার নির্ধারিত আলুর দাম কেজিপ্রতি ২২ টাকা হলেও এখনো কৃষকদের কাছ থেকে আলু কিনছে না সরকার। এতে করে ক্ষতিগ্রস্ত ও হতাশ হয়ে পড়েছেন কৃষকরা।
জানা যায়, দেশের বিভিন্ন কোল্ড স্টোরেজে বস্তার পর বস্তা আলু নিয়ে বসে আছেন কৃষকরা। প্রতি বস্তার জন্য তাদের গুনতে হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত ভাড়া। কিন্তু আলু বিক্রি না হলে চাষের খরচ, বীজের টাকা কিংবা কোল্ড স্টোরেজ ভাড়া কীভাবে আসবে—সেই দুশ্চিন্তায় ভুগছেন তারা।
কোল্ড স্টোরেজ মালিকদের দাবি, সরকার যদি দাম নির্ধারণের ঘোষণা না দিত, তবে এরই মধ্যে প্রায় ৫০ থেকে ৬০ হাজার বস্তা আলু বিক্রি হয়ে যেত। নভেম্বরে নতুন সবজি আসায় স্টোরেজ খালি করারও চাপ তৈরি হচ্ছে।
অন্যদিকে সাধারণ কৃষকরা অভিযোগ করছেন, প্রতি কেজি আলুতে ১৫ থেকে ১৬ টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে তাদের। এভাবে চলতে থাকলে অনেককে জমি ও ভিটেমাটি বিক্রি করতে হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
কৃষকদের প্রশ্ন—এ অব্যবস্থাপনার দায় নেবে কে? অতিরিক্ত উৎপাদনের প্রয়োজন ছিল কি না, সেটিও এখন আলোচনায়। তবে কৃষকদের মতে, যদি বাণিজ্য মন্ত্রণালয় দ্রুত পদক্ষেপ গ্রহণ করে, তবে উদ্বৃত্ত আলুর সুষম বণ্টন সম্ভব হবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।