বৃষ্টির প্রভাব বাজারে
বাড়তি দামে সবজি, কাঁচামরিচ কেজি ৪০০
স্টাফ রিপোর্টার, ঢাকা | প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫, ১০:১৩

গত দুদিনের টানা বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। মাছ, মাংস, মুরগির দাম স্থিতিশীল থাকলেও সব ধরনের সবজির দাম বেড়েছে আরও এক দফা। গত তিন মাস ধরে সবজির বাজারে অস্থিরতা থাকলেও বৃষ্টিকে অজুহাত দেখিয়ে দাম বাড়ানোয় ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা।
সবজির বাজার
শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে,
-
ঢেঁড়স: কেজি ৭০–৮০ টাকা
-
কচুর লতি: কেজি ৮০ টাকা
-
গোল বেগুন: কেজি ১০০ টাকা
-
বরবটি: কেজি ১০০ টাকা
-
চিচিঙ্গা, ঝিঙ্গা, ধন্দুল: কেজি ৮০ টাকা
-
পটল: কেজি ৭০ টাকা
-
জালি: প্রতি পিস ৬০ টাকা
-
শসা: কেজি ৮০ টাকা
-
করলা: কেজি ১০০ টাকা
-
লম্বা বেগুন: কেজি ৮০ টাকা
-
শিম: কেজি ২০০ টাকা
-
মিষ্টি কুমড়া: কেজি ৬০ টাকা
-
পেঁপে: কেজি ৩০ টাকা
-
কাঁচা কলা: প্রতি হালি ৪০ টাকা
-
কাঁচামরিচ: কেজি ৪০০ টাকা
-
লাউ: প্রতি পিস ৭০ টাকা
-
কাঁকরোল: কেজি ৮০ টাকা
-
কচুর মুখি: কেজি ৬০ টাকা
মাংস ও মুরগির দাম
-
ব্রয়লার মুরগি: কেজি ১৯০ টাকা
-
সোনালী মুরগি: কেজি ৩০০ টাকা
-
দেশি মুরগি: কেজি ৬০০–৬৫০ টাকা
-
গরুর মাংস: কেজি ৭৮০–৮০০ টাকা
-
খাসির মাংস: কেজি ১১০০ টাকা
বেসরকারি চাকরিজীবী শিহাবুল ইসলাম বলেন, “তিন মাসের বেশি সময় ধরে বাজারে সবজির দাম বেশি। আজ আবারও বাড়তি দামে বিক্রি হচ্ছে। নিয়ন্ত্রণ না থাকায় দোকানিরা যেভাবে খুশি দাম নিচ্ছে। সাধারণ মানুষের পক্ষে এত দামে সবজি কেনা অসম্ভব হয়ে পড়ছে।”
মালিবাগ বাজারের ক্রেতা রাজু আহমেদ বলেন, “প্রতিদিনই নতুন অজুহাত দিয়ে দাম বাড়ানো হয়। এবার বৃষ্টি দেখিয়ে দাম বাড়ানো হলো, কিন্তু এতদিন ধরে কেন দাম বেশি ছিল?”
শান্তিনগর বাজারের সবজি বিক্রেতা মোয়াজ্জেম হোসেন জানান, “গত দুই দিনের বৃষ্টিতে ক্ষেতের সবজি নষ্ট হয়েছে। পাশাপাশি অনেক সবজির মৌসুম শেষ। ফলে দাম বাড়ছে। বৃষ্টি যদি আরও কয়েকদিন থাকে, তাহলে বাজারে সবজির দাম আরও বেড়ে যাবে।”
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।