বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

বিশ্ববাজারেও স্বর্ণের দামে ইতিহাস, ছুঁলো ৪ হাজার ডলারের মাইলফলক

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৫, ১১:০৫

ছবি: সংগৃহীত

প্রাচীনকাল থেকেই প্রাচুর্যের প্রতীক স্বর্ণকে বলা হয় অর্থের সবচেয়ে স্থায়ী রূপ। হাজার বছর ধরে এই মূল্যবান ধাতুর দীপ্তি ও চাকচিক্য মানুষকে মুগ্ধ করে আসছে। আর অর্থনৈতিক অস্থিরতার সময় স্বর্ণকে দেখা হয় সবচেয়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে।

চলতি বছরে স্পট স্বর্ণের দাম বেড়েছে প্রায় ২৭ শতাংশ, যা গত বছরের তুলনায় ৫২ শতাংশ বেশি।
বিশেষজ্ঞদের মতে, সুদের হার কমানোর প্রত্যাশা, রাজনৈতিক অনিশ্চয়তা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রয়, বিনিয়োগকারীদের চাহিদা এবং দুর্বল ডলার—সব মিলিয়ে স্বর্ণের বাজার এখন একেবারে ঊর্ধ্বমুখী।

মার্কিন ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদের হার কমানো ও বৈশ্বিক অস্থিরতার কারণে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার (৮ অক্টোবর) স্পট মার্কেটে স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্সে ৪,০০২.৫৩ ডলার।
একই সময়ে ডিসেম্বর ডেলিভারির মার্কিন ফিউচার স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৪,০২৫ ডলার।

স্বাধীন ধাতু ব্যবসায়ী তাই ওং বলেন,

“বাজার এখন এতটাই আস্থাশীল যে বিনিয়োগকারীরা ৫ হাজার ডলারের দিকেই তাকিয়ে আছেন। ফেড যদি সুদের হার কমিয়ে রাখে, তাহলে স্বর্ণের দাম আরও বাড়বে।”

মার্কিন সরকারের চলমান অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা বিনিয়োগকারীদের ফেডের নীতিনির্ধারণে অনিশ্চয়তার মুখে ফেলেছে। ফলে তারা সরকারি তথ্যের পরিবর্তে বিকল্প উৎসের ওপর নির্ভর করছেন।
বিশ্লেষকদের ধারণা, ফেড অক্টোবর মাসে ২৫ বেসিস পয়েন্ট এবং ডিসেম্বরে আরও ২৫ বেসিস পয়েন্ট সুদের হার কমাতে পারে।

ফ্রান্স ও জাপানের রাজনৈতিক অস্থিরতাও স্বর্ণের চাহিদা বাড়াচ্ছে বলে জানাচ্ছে ইউবিএস বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো।

“দাম বেশি হলেও বিনিয়োগকারীরা স্বর্ণ কিনছেন, যা আরও দাম বৃদ্ধির পথ তৈরি করছে,” বলেন তিনি।

অন্যান্য ধাতুর বাজারে পরিবর্তন

  • রুপা: বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৪৮.০৩ ডলার

  • প্লাটিনাম: বেড়ে ১,৬৫৩.২১ ডলার

  • প্যালাডিয়াম: বেড়ে ১,৩৫৫.৩২ ডলার

সূত্র: রয়টার্স, ইউবিএস বিশ্লেষণ, আন্তর্জাতিক বাজার প্রতিবেদন



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top