বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

রুপার দামে নতুন রেকর্ড, ভরিতে বেড়েছে ১ হাজার ২৬ টাকা

বাণিজ্য ডেস্ক | প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৫, ১১:০৯

ছবি: সংগৃহীত

বাংলাদেশে রুপার বাজারে আবারও নতুন রেকর্ড গড়েছে। সবশেষ গত ৭ অক্টোবর রাতে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) রুপার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) রুপার দাম এখন ৪ হাজার ৬৫৪ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

এছাড়া-

  • ২১ ক্যারেটের প্রতি ভরি: ৪ হাজার ৪৪৪ টাকা

  • ১৮ ক্যারেটের প্রতি ভরি: ৩ হাজার ৮০২ টাকা

  • সনাতন পদ্ধতির প্রতি ভরি: ২ হাজার ৮৫৮ টাকা

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রুপার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে পার্থক্য হতে পারে।

এর আগে ২৩ সেপ্টেম্বর সর্বশেষ দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ছিল ৩ হাজার ৬২৮ টাকা, যা কার্যকর হয়েছিল ২৪ সেপ্টেম্বর থেকে।

চলতি বছর এটি পঞ্চমবারের মতো রুপার দামের সমন্বয়। এর মধ্যে বেড়েছে ৪ বার, কমেছে মাত্র ১ বার। গত বছর তিনবার সমন্বয় করা হয়েছিল।

 

একই সঙ্গে বাজুস স্বর্ণের দামও ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে নিয়েছে। ভরিতে ১ হাজার ৪৬৯ টাকা বৃদ্ধি পেয়ে এখন-

  • ২২ ক্যারেট স্বর্ণের দাম: ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা

  • ২১ ক্যারেট: ১ লাখ ৯৩ হাজার ৪ টাকা

  • ১৮ ক্যারেট: ১ লাখ ৬৫ হাজার ৪৩১ টাকা

  • সনাতন পদ্ধতি: ১ লাখ ৩৭ হাজার ৪৭২ টাকা

এ নিয়ে চলতি বছর ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ৪৪ বার বেড়েছে, ১৮ বার কমেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top