বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

ভোক্তা পর্যায়ে এলপিজি ও অটোগ্যাসের দাম কমলো

বাণিজ্য ডেস্ক | প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৫, ১১:৩১

ছবি: সংগৃহীত

ভোক্তা পর্যায়ে আবারও কমানো হলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) মঙ্গলবার (৭ অক্টোবর) ঘোষণা করেছে, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১,২৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, সেপ্টেম্বরের শেষে ১২ কেজি এলপিজির দাম ১,২৭০ টাকা ছিল।

একইসঙ্গে, অটোগ্যাসের দামও কমানো হয়েছে। অক্টোবর মাসে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার দাম ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের সিপি এবং প্রোপেন-বিউটেন অনুপাত (৩৫:৬৫) অনুযায়ী ভোক্তা পর্যায়ের দাম সমন্বয় করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালে এলপিজি ও অটোগ্যাসের দাম মোট ৪ দফা কমানো ও ৭ দফা বাড়ানো হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top