মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

ব্যাংক ও এমএফএসে খরচ মাত্র ১ টাকা ৫০ পয়সা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ১২:২৭

ছবি: সংগৃহীত

ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) নতুন সুবিধা নিয়ে এসেছে। এখন থেকে বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ওয়ালেটে লেনদেনে খরচ হবে মাত্র ১ টাকা ৫০ পয়সা। বাংলাদেশের যে কোনো ব্যাংকের কার্ড ব্যবহার করেই এই সুবিধা নেওয়া যাবে।

আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হতে যাওয়া এই ব্যবস্থার নাম ইন্টার-অপারেবল বা পারস্পরিক সংযুক্ত সিস্টেম। এর আগে এনপিএসবি প্ল্যাটফর্মের মাধ্যমে শুধু ব্যাংক থেকে ব্যাংকে লেনদেন করা যেত, তবে নতুন নিয়মে ব্যাংক থেকে এমএফএস এবং ব্যাংক থেকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের (পিএসপি) লেনদেনও অন্তর্ভুক্ত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ (পিএসডি) সোমবার (১৩ অক্টোবর) এই নির্দেশনা জারি করে উল্লেখ করেছে, দেশে নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।

লেনদেনের চার্জ:

  • ব্যাংক → এমএফএস: প্রতি হাজারে ১.৫০ টাকা

  • এমএফএস → ব্যাংক: প্রতি হাজারে ৮.৫০ টাকা

  • ব্যাংক → ব্যাংক: প্রতি হাজারে ১.৫০ টাকা

  • ব্যাংক → পেমেন্ট সার্ভিস প্রোভাইডার: প্রতি হাজারে ২ টাকা

প্রাপক গ্রাহকের কাছ থেকে কোনো ফি নেওয়া যাবে না। ব্যাংক, এমএফএস ও পিএসপি নিজেদের লেনদেন সীমার মধ্যে এই সেবা চালাবে। তবে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যাংক-টু-ব্যাংক লেনদেনের ক্ষেত্রে আগের নিয়মই প্রযোজ্য থাকবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top