সয়াবিন তেলের দাম বাড়ল ১৪ টাকা
বাণিজ্য ডেস্ক | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ১৩:০৯

দেশের বাজারে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ছয় টাকা বাড়ানো হয়েছে। ফলে এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৯৫ টাকায়, যা আগে ছিল ১৮৯ টাকা। নতুন দাম মঙ্গলবার থেকে কার্যকর হবে।
বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই সমন্বয় করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী:
-
প্রতি লিটার খোলা সয়াবিন তেল: ১৭৭ টাকা (আগে ১৬৯ টাকা, বৃদ্ধি ৮ টাকা)
-
বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেল: ৯৪৫ টাকা (আগে ৯২০ টাকা, বৃদ্ধি ২৫ টাকা)
-
প্রতি লিটার খোলা পাম তেল: ১৬৩ টাকা (আগে ১৫০ টাকা, বৃদ্ধি ১৩ টাকা)
বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আজ সোমবার সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। তবে সরকারিভাবে মূল্যবৃদ্ধি এখনো আনুষ্ঠানিক অনুমোদন পায়নি।
উল্লেখ্য, গত এপ্রিল মাসে সর্বশেষ সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল। তখন বোতলজাত সয়াবিন তেলের লিটারপ্রতি দাম ১৪ টাকা বৃদ্ধি পেয়ে ১৮৯ টাকা করা হয়। খোলা সয়াবিন ও পাম তেলের দাম লিটারপ্রতি ১২ টাকা বাড়িয়ে ১৬৯ টাকা এবং বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেলের দাম ৭০ টাকা বাড়িয়ে ৯২০ টাকা করা হয়েছিল।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।