একনেকে ১৩ প্রকল্প অনুমোদন: ব্যয় প্রায় ২ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫, ১৭:৩৭

সংগৃহীত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের সভায় আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে অনুমোদন দেওয়া হলো মোট ১৩টি উন্নয়ন প্রকল্পের।

এই ১৩টি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে প্রায় ১ হাজার ৯৮৮ কোটি টাকা। এর মধ্যে প্রায় ১ হাজার ৮৮৫ কোটি টাকা আসবে সরকারি কোষাগার থেকে। বাকি অর্থ ঋণ ও সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে যোগান দেওয়া হবে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে নতুন ৩টি এবং সংশোধিত ৭টি প্রকল্প।

গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— কৃষিখাতে কক্সবাজারের জন্য রেজিলিয়েন্স স্ট্রেন্থেনিং প্রকল্প, গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের উদ্যোগ এবং পাবনার মানসিক হাসপাতালকে আন্তর্জাতিক মানসম্পন্ন ইনস্টিটিউটে রূপান্তর।

এছাড়া, বিএসটিআই’র ল্যাবরেটরির সম্প্রসারণ এবং ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের রি-পাওয়ারিং প্রকল্পও অনুমোদন পেয়েছে। অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে দেশের সার্বিক উন্নয়নের গতি ধরে রাখাই এই প্রকল্পগুলোর মূল লক্ষ্য।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top