সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

জিইসির মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তান দুই দেশের জনগণ উপকৃত হবে: অর্থ উপদেষ্টা

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ১৬:০৮

সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তানের নবম যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠক সোমবার রাজধানীর শেরে-বাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যে নৌ চলাচল, আকাশপথ সংযোগ বৃদ্ধি, কৃষি, বাণিজ্য, আইটি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং খাদ্য খাতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

বাংলাদেশের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, “এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। ২০০৫ সালের পর এটি অনুষ্ঠিত হয়নি। জেইসির মাধ্যমে দুই দেশের জনগণ উপকৃত হবে। আমরা চাই, এটি দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর জন্যও কার্যকরভাবে প্রোফাইল করা হোক।”

পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক বলেন, “এ আলোচনার ফলে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে। আজকে আমরা বাংলাদেশ থেকে পাট এবং ওষুধ আনার বিষয়েও আলোচনা করেছি।”

বৈঠকে বাংলাদেশের পক্ষে ১৫ সদস্যের প্রতিনিধি দল এবং পাকিস্তানের পক্ষে ১৪ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করেছে। বৈঠকের মূল আলোচনার বিষয়বস্তু ছিল দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ সুরক্ষা, কৃষি, ব্যাংকিং ও আর্থিক সেবা, জ্বালানি সহযোগিতা এবং শিক্ষা ও প্রযুক্তি।

বৈঠক শেষে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের সম্ভাবনাও রয়েছে। এর আগে সর্বশেষ জেইসি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ২০০৫ সালের ১২ সেপ্টেম্বর পাকিস্তানের সঙ্গে।

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top