দেশে স্বর্ণের দাম আবারও কমলো
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ১১:৫৭
দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে ৩ হাজার ৬৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা। আগামীকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে নতুন এ মূল্য কার্যকর হবে।
সোমবার (২৭ অক্টোবর) রাতে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় দেশীয় বাজারেও দাম সমন্বয় করা হয়েছে।
নতুন দামে ২১ ক্যারেটের স্বর্ণের ভরি ১ লাখ ৯৪ হাজার ৯৯৯ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৬৭ হাজার ১৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৯৪২ টাকা।
এ ছাড়া স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত থাকবে বলে জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি পরিবর্তন হতে পারে।
এর আগে ২৬ অক্টোবর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমানো হয়েছিল ১ হাজার ৩৯ টাকা।
স্বর্ণের পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। ভরিতে ১ হাজার ২২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের রুপার নতুন মূল্য নির্ধারণ হয়েছে ৪ হাজার ২৪৬ টাকা। চলতি বছর এ নিয়ে নবমবারের মতো রুপার দাম সমন্বয় করা হলো—যার মধ্যে ৬ বার দাম বেড়েছে, কমেছে মাত্র ৩ বার।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।