একদিনের ব্যবধানে ফের সোনার দাম কমল ১০ হাজার টাকা
স্টাফ রিপোর্টার, ঢাকা | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ০৮:৫৬
দেশের বাজারে আবারও কমানো হলো সোনার দাম। একদিনের ব্যবধানে ভরিপ্রতি সোনার মূল্য কমেছে ১০ হাজার ৪৭৪ টাকা। নতুন এ দাম আজ বুধবার (২৯ অক্টোবর) থেকে কার্যকর হবে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে সোনার নতুন মূল্য তালিকা প্রকাশ করে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় সোনার দামে এ সমন্বয় আনা হয়েছে।
নতুন দাম অনুযায়ী—
-
২২ ক্যারেট সোনা: প্রতি ভরি ১,৯৩,৮০৯ টাকা
-
২১ ক্যারেট সোনা: প্রতি ভরি ১,৮৫,০০৩ টাকা
-
১৮ ক্যারেট সোনা: প্রতি ভরি ১,৫৮,৫৭২ টাকা
-
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,৩১,৬২৮ টাকা
এ ছাড়া সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরি খরচ পরিবর্তিত হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।