স্বর্ণের দাম কমল, রূপার বাজার স্থিতিশীল
স্টাফ রিপোটার, ঢাকা | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫, ১০:০৬
দেশের বাজারে কয়েক দফা বেড়েছিল স্বর্ণের দাম। তবে এবার কিছুটা স্বস্তি মিলেছে ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন এই দাম আজ বুধবার থেকে কার্যকর হবে। আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় স্থানীয় বাজারেও সামঞ্জস্য আনা হয়েছে।
স্বর্ণের নতুন দাম (প্রতি ভরি)
-
২২ ক্যারেট: ২,১১,০৯৫ টাকা
-
২১ ক্যারেট: ২,০১,৪৯৬ টাকা
-
১৮ ক্যারেট: ১,৭২,৭০৯ টাকা
-
সনাতন পদ্ধতি: ১,৪৩,৬৮৯ টাকা
এর আগে ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২,১২,১৪৫ টাকা, যা থেকে ভরি প্রতি কমানো হয়েছে ১ হাজার ৫০ টাকা।
আগের দাম (তুলনামূলক)
-
২২ ক্যারেট: ২,১২,১৪৫ টাকা
-
২১ ক্যারেট: ২,০২,৪৯৯ টাকা
-
১৮ ক্যারেট: ১,৭৩,৫৭২ টাকা
-
সনাতন: ১,৪৪,৪২৪ টাকা
রূপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি।
-
২২ ক্যারেট রূপা: ৪,২৪৬ টাকা
-
২১ ক্যারেট রূপা: ৪,০৪৭ টাকা
-
১৮ ক্যারেট রূপা: ৩,৪৭৬ টাকা
-
সনাতন রূপা: ২,৬০১ টাকা
বাজুস জানায়, স্বর্ণ বিক্রয়ের সময় সরকার-নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত করতে হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।