দাম বাড়লো ডাল, তেল ও মুরগির

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ মে ২০২১, ২২:৫৩

দাম বাড়লো ডাল, তেল ও মুরগির

রাজধানীর বাজারগুলোয় এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগি, ডাল ও ভোজ্য তেল সয়াবিনের দাম বৃদ্ধি পেয়েছে। তবে অন্যান্য প্রয়োজনীয় সবজির দাম অপরিবর্তিত দেখা গেছে বাজার ঘুরে।

শনিবার (২৯ মে) রাজধানীর মোহাম্মদপুর, শুক্রাবাদ, রাজা বাজার, যাত্রাবাড়ী, ফকিরাপুল বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

শনিবার বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকা কেজি। অথচ এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে প্রতি কেজি ১২০ থেকে ১৩০ টাকা। ৭০ থেকে ৮০ টাকা কেজি বিক্রি হওয়া বড় দানার মসুর ডাল এখন বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮৫ টাকা কেজি। মাঝারি দানার মসুর ডাল বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯৫ টাকায়। যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৭৫ থেকে ৮৫ টাকায়।

প্রতিদিনের গুরুত্বপূর্ণ একটি উপাদান সয়াবিন তেল। সপ্তাহের ব্যবধানে সয়াবিনেরও দাম বেড়েছে। শনিবার রাজধানীর বাজারগুলোয় সয়াবিন লিটার প্রতি বিক্রি হচ্ছে ১৫৩ টাকায়। এর আগে গত সপ্তাহে বিক্রি হয়েছে ১৪৪ টাকায়। এদিকে খোলা সয়াবিন লিটার প্রতি বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১২৫ টাকায়। এর আগে গত সপ্তাহে এর দাম ছিল ১০৫ থেকে ১১০ টাকা।

শুক্রাবাদ বাজারে বাজার করতে আসা সাইফুল ইসলাম নামের একজন বলেন, দিন দিন তেলের দাম যেন বেড়েই চলছে। আবারও তেলের দাম বাড়লো। তেল ছাড়া চলেও না। বাধ্য হয়েই বেশি দামে কিনতে হচ্ছে।

এছাড়া বাজার ঘুরে দেখা গেছে গরুর মাংস ৫৭০ থেকে ৫৮০ টাকা কেজি, ডিম প্রতি হালি ৩০ থেকে ৩২ টাকা, পেঁয়াজ ৪০ টাকা কেজি, বেগুন ৪০ থেকে ৫০ টাকা কেজি, লাল‌ শাক ১০ টাকা আটি, আলু ২০ টাকা কেজি, বরবটি ৪০ টাকা কেজি, মিষ্টি কুমড়া ২০ থেকে ২৫ টাকা কেজি, পটল ৪৫ থেকে ৫০ টাকা কেজি, শসা ৫০ টাকা, চিনি ৬৫ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে; যা গত কয়েক দিন ধরে একই দামে বিক্রি হচ্ছে।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top