বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২০, ১৬:০৫
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের সাথে বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই. বিগান রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের পাশাপাশি বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলা, রোহিঙ্গা সমস্যা সমাধানসহ বিভিন্ন ইস্যুতে দুই দেশ ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।
ড. মোমেন বলেন, বিনিয়োগ সরকারি পর্যায়েও হতে পারে, বেসরকারি পর্যায়েও হতে পারে।
তিনি বলেন, করোনাভাইরাসের টিকা আবিষ্কার হলে তা কীভাবে বাংলাদেশ পেতে পারে তা নিয়েও আলোচনা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রে অবস্থানরত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রাশেদ চৌধুরীকে ফেরতের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান ড. মোমেন। স্টিফেন বিগান জানিয়েছেন, বিষয়টি তাদের অ্যাটর্নি জেনারেল দেখছেন।
এক প্রশ্নের জবাবে মোমেন বলেন, বৈঠকে ইন্দো প্যাসিফিক নিয়ে কোনো আলোচনা হয়নি। আপনারা কয়েকদিন ধরে যেটা লিখেছেন, তা সঠিক নয়।
বৈঠক শেষে স্টিফেন ই বিগান জানান, রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে কাজ করছে যুক্তরাষ্ট্র। আমরা বাংলাদেশের পাশে রয়েছি।
এর আগে ভারতে দুই দিনের সফর শেষে গেলো বুধবার ( ১৪ অক্টোবর) ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই. বিগান। তিন দিনের সফর শেষে আগামীকাল দেশে ফিরবেন তিনি।
এনএফ৭১/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।