রাজধানীর পাইকারি বাজারে আলু বিক্রি বন্ধ

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২০, ১৩:৩৫

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

সরকার নির্ধারিত দামে আলু বিক্রি সম্ভব নয় জানিয়ে রাজধানীর পাইকারি বাজারে আলু বিক্রিই বন্ধ করে দিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর আড়তে কএ চিত্র দেখা যায়।

ব্যবসায়ীরা জানায়, কৃষি বিপণন অধিদফতরের বেঁধে দেয়া ৩০ টাকা কেজি দরে বিক্রি করলে আমাদের কোন লাভ থাকে না কারণ হিমাগার থেকে কিনতে হয়েছে বাড়তি দামে। আবার বেধে দেয়া দামে বিক্রি না করলে আর্থিক জরিমানাসহ শাস্তি। তাই আমাদের এ সিদ্ধান্ত।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top