আলুর দাম বাড়িয়ে কেজি ৩৫ টাকা নির্ধারণ
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২০, ১৬:৫৭
নিজস্ব প্রতিবেদক:
ব্যবসায়ীদের সাথে আলোচনা করে আলুর দাম ৩০ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানান কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ। নির্ধারিত দামে আলু বিক্রি করা না হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষি বিপণন অধিদপ্তরে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে আলুর এই দাম পুনর্নির্ধারণ করা হয়।
এর আগে গত ৭ অক্টোবর প্রতি কেজি আলুর দাম কোল্ডস্টোরেজ পর্যায়ে ২৩ টাকা, পাইকারি পর্যায়ে ২৫ টাকা এবং ভোক্তা পর্যায়ে ৩০ টাকা বেঁধে দেয় কৃষি বিপণন অধিদফতর।
এই দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের কাছে চিঠিও পাঠানো হয়। কিন্তু এই দামের বিষয়ে আপত্তি জানান ব্যবসায়ীরা।
এর আগে সরকার নির্ধারিত দামে আলু বিক্রি সম্ভব নয় জানিয়ে রাজধানীর পাইকারি বাজারে আলু বিক্রি বন্ধ করে দিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা জানায়, কৃষি বিপণন অধিদফতরের বেঁধে দেয়া ৩০ টাকা কেজি দরে বিক্রি করলে আমাদের কোন লাভ থাকে না কারণ হিমাগার থেকে কিনতে হয়েছে বাড়তি দামে। আবার বেধে দেয়া দামে বিক্রি না করলে আর্থিক জরিমানাসহ শাস্তি। তাই আমাদের এ সিদ্ধান্ত।
এনএফ৭১/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।