বৃহঃস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

কান উৎসবে চুরি হলো হীরার গয়না

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১৪ জুলাই ২০২১, ০৪:০০

কান উৎসবে চুরি হলো হীরার গয়না

অভিনেত্রী জোডি টার্নার স্মিথের নতুন সিনেমা 'আয়াং' এর প্রচারে অংশ নিতে পৃথিবীর অন্যতম প্রাচীন এবং জনপ্রিয় চলচ্চিত্র উৎসব 'কান' এ গিয়েছিলেন তিনি। আর সেখানেই চুরি হয়েছে তার হীরার গয়না।

ইতিমধ্যে স্মিথ পুলিশের নিকট একটি অভিযোগও দায়ের করেছেন। তিনি দাবি করছেন যে হোটেল থেকে তার পরিবারিক একটি হীরার গয়না চুরি হয়েছে। গয়না হারানোর পর এক টুইট বার্তায় জোডি টার্নার স্মিথ জানান, 'ভাবিনি যে কান উৎসবে আমার শেষ দিনটির আড়াই ঘণ্টা থানায় কাটাতে হবে। তবে আমাকে তাই করতে হয়েছে।'

টার্নার স্মিথের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, কান শহরে মেরিওট হোটেলে ৯ জুলাই সকালে নাস্তা খেতে যান তিনি। তখনই তার রুমের মধ্যে কেউ ঢুকে পারিবারিক সূত্রে তার মায়ের বিবাহের আংটি চুরি করে নিয়ে যায়। আননুমানিক ওই হীরার গয়নার দাম ধরা হচ্ছে ১০ হাজার ইউরো।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top