মাতাল হয়ে গাড়ি চালানোয় গুরুতর আহত যশিকা
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২৭ জুলাই ২০২১, ২৩:৪৮

দক্ষিণী অভিনেত্রী যশিকা আনন্দ মাতাল হয়ে ড্রাইভিং করায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দুর্ঘটনাটি মহাবলিপুরমের ইস্ট কোস্ট রোডে ঘটে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্যই এই দুর্ঘটনা ঘটেছে।
জানা গিয়েছে, ২৫ জুলাই মাঝরাতে যশিকার দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী, রাস্তা দিয়ে প্রচণ্ড গতিতে যাচ্ছিল গাড়িটি। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গিয়ে প্রায় দুমড়েমুচড়ে গিয়েছে গাড়িটি। যশিকা ছাড়াও তার তিনজন বন্ধু ছিল গাড়িতে। ঘটনাস্থলেই যশিকার এক বান্ধবীর মৃত্যু হয়েছে। বাকিদের উদ্ধার করতে ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন স্থানীয়রা। কিন্তু গাড়ির ভিতরে তারা এমনভাবে আটকে ছিলেন যে পুলিশ কিংবা দমকল ছাড়া উদ্ধার করা সম্ভব হয়নি।
যশিকা আনন্দ তামিল ও তেলুগু সিনেমার পরিচিত মুখ। সিনেমায় নিজের সফর শুরু করেছিলেন জিভা অভিনীত তামিল ছবি ‘কাভালাই ভেন্দম’-এর মাধ্যমে। পরে বিজয় দেবেরকোন্ডা অভিনীত ‘নোটা’ সিনেমায় নজর কাড়েন। ধীরে ধীরে তামিল ও তেলুগু ইন্ডাস্ট্রির পরিচিত মুখ হয়ে ওঠেন। পরে কমল হাসান সঞ্চালিত বিগ বস তামিলে অংশ নিয়েছিলেন অভিনেত্রী।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: যশিকা আনন্দ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।