অপূর্বর নতুন নাটক কাঁদাচ্ছে দর্শক!
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২৯ জুলাই ২০২১, ০৩:১৮

কোরবানির ঈদে মা ও ছেলের সম্পর্কের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘২১ বছর পরে’। মাহমুদুর রহমান হিমির নিজের গল্প ও চিত্রনাট্যে ‘২১ বছর পরে’ নাটকটি তুমুল প্রশংসা পাচ্ছে ফেসবুক ও ইউটিউবে। শুধু দেশে নয়, ভারত থেকেও নাটকটি দেখে অনেকে মুগ্ধতার কথা জানাচ্ছেন অনেকে।
নাটকের গল্পে মায়ের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠু আর ছেলের চরিত্রে জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এনটিভিতে প্রচারিত নাটকটি মুক্তি দেয়া হয়েছে ইউটিউবেও। অপূর্বর অভিনয়ের পাশাপাশি মুনীরা মিঠুর অভিনয়ও মনে ধরেছে দর্শকদের।
সেই মনিরা আক্তার মিঠু নিজের নাটকটি দেখে লিখেছেন, ‘জিয়াউল ফারুক অপূর্ব, ছোট্ট বাচ্চা অপূর্ব (তারিফ), মাহমুদুর রহমান হিমি তোমাদের জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে পারলে একটু স্বাভাবিক হতাম। আমি আর কত দিনই বা বাঁচব, আমাদের দর্শকদের বলছি, ২১ বছর পরে হলেও আমাকে স্মরণ করবেন।'
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: কোরবানির ঈদ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।