মানহানির মামলা দায়ের করেছেন শিল্পা
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৩১ জুলাই ২০২১, ০১:২৪

রাজ কুন্দ্রার পর্নোগ্রাফি মামলায় এই শিল্পা শেঠিকে নিয়ে মিথ্যা রিপোর্ট ও ইমেজ নষ্ট করার দায়ে ২৯ মিডিয়া ব্যক্তিত্ব ও মিডিয়া হাউজের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন শিল্পা।
নিঃস্বার্থ ক্ষমা না চাইলে এই সব মিডিয়া হাউজের কাছ থেকে পঁচিশ কোটি রুপির ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি। স্বামীর গ্রেপ্তারের পর তদন্ত নেওয়া হয় তার জবানবন্দি। তখনি তার বিরুদ্ধে নানা ধরনের বক্তব্য ছাপা হয়। সেই জের ধরেই এই মামলা করেন তিনি।
যদিও তার স্বামীর পর্নগ্রাফিক ভিডিও বানানোর ঘটনায় এখন পর্যন্ত শিল্পার সংশ্লিষ্টতা পায়নি পুলিশ। এদিকে স্বামীর গ্রেপ্তারের পর রাজের ভিয়ান ইন্ডাস্ট্রিজের পরিচালকের দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দেন শিল্পা।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: রাজ কুন্দ্রার
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।