‘ইন্ডিয়ান আইডল-২০২১'র বিজয়ী পবনদ্বীপ

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২১, ০০:৪১

‘ইন্ডিয়ান আইডল-২০২১'র বিজয়ী পবনদ্বীপ

ভারতের সনি টেলিভিশনে প্রচারিত গানের রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল-২০২১’ চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের উত্তরখণ্ডের পবনদ্বীপ রাজন। প্রতিযোগিতায় প্রথম ও রানার আপ হয়েছেন অরুনিতা কাঞ্জিলাল ও দ্বিতীয় রানার আপ হয়েছেন শাইলি কাম্বলি।

বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় এই রিয়েলিটি শোয়ের ৭৫তম এপিসোড শেষে ঘোষণা করা হয় দর্শকদের ভোটে নির্বাচিত বিজয়ীদের নাম। ভারতের স্বাধীনতা দিবসের দিনে অর্থাৎ ১৫ আগস্ট ভারতীয় টেলিভিশনের ইতিহাসে দীর্ঘ ১২ ঘণ্টাব্যাপী ‘ইন্ডিয়ান আইডল ২০২১’ এর ১২তম সিজনের এ গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।

গ্র্যান্ড ফিনালে উপস্থিত ছিলেন, সিদ্ধার্থ মালোত্রা ও কিয়ারা আদ্ভানি, গায়ক জাভেদ আলি, উদিত নারায়ণ, অল্কা ইয়াগ্নিক এবং সুখবিন্দর সিং। ইন্ডিয়ান আইডলের ১২তম সিজনে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আন্নু মালিক, হিমেশ রেশামিয়া এবং সনু কাক্কার।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top