বৃহঃস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

শুভ জন্মদিন জাহিদ হাসান!

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৫ অক্টোবর ২০২১, ০০:১০

শুভ জন্মদিন জাহিদ হাসান!

সবার প্রিয়মুখ অভিনেতা জাহিদ হাসানের জন্মদিন আজ। ১৯৬৭ সালের আজকের এই দিনে সিরাজগঞ্জ শহরে জাহিদ হাসানের জন্ম। দেখতে দেখতে জীবনের ৫৪ বছর শেষ করে ৫৫-তে পা রাখলেন তিনি।

৯০ দশক থেকে দেশের প্রথমসারির অভিনেতাদের একজন হিসেবে কাজ করছেন জাহিদ হাসান। অভিনয় জীবনের শুরু থেকে ভিন্নধর্মী নাটক ও চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এছাড়াও তিনি চলচ্চিত্রে অভিনয় করেও কামিয়েছেন সুনাম। বিশেষ করে হুমায়ূন আহমেদ পরিচালিত শ্রাবণ মেঘের দিন, মোস্তফা সরায়ার ফারুকীর মেড ইন বাংলাদেশ, মোস্তফা কামাল রাজের প্রজাপতি তার অভিনীত অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র।

শুধু অভিনেতা নয়, নির্মাতা হিসেবেও খ্যাতি রয়েছে জাহিদ হাসান। তার পরিচালিত দুটি জনপ্রিয় ধারাবাহিক নাটক হচ্ছে লাল নীল বেগুনী, টোটো কোম্পানি। এছাড়া অসংখ্য দর্শক নন্দিত খণ্ড নাটক বানিয়েছেন তিনি।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top