কাজে ফিরলেন শেহনাজ

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৯ অক্টোবর ২০২১, ০৪:৩২

কাজে ফিরলেন শেহনাজ

সময়ের সঙ্গে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছেন শেহনাজও। কয়েকদিন পর মুক্তি পাবে তার নতুন সিনেমা ‘হনসলা রাখ’। তারই প্রচারে এবার গণমাধ্যমকে সাক্ষাৎকার দিলেন তিনি। সঙ্গে ছিলেন সহ-অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝ ও পুনম বাজওয়া।

সেই সাক্ষাৎকারেরই একটি সংক্ষিপ্ত ঝলক ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দিলজিৎ। যেখানে শেহনাজ ও সিনেমার আরেক নায়িকা পুনম বাজওয়ার হাতে নকল মারধরও খেলেন দিলজিৎ। শেহনাজকে সবসময় হাসিখুশি দেখতে অভ্যস্ত অনুরাগীরা। অনেকটা সেভাবেই দেখা যাচ্ছে তাকে অপেক্ষায় ছিলেন অনুরাগীদের অনেকে।

এরই মধ্যেই সোশ্যাল মিডিয়াতে শেহনাজের জন্য শুভেচ্ছার বন্যা বইছে। ছবির নাম ব্যবহার করেই তাকে ঘুরে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন অনেকে। লিখছেন, ‘শেহনাজ, হনসলা রাখ’। যার বাংলা করলে দাঁড়ায়, ‘শেহনাজ, ভরসা রাখো।’

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top