‘ঢাকা ড্রিম’ চলচ্চিত্র মুক্তি পাচ্ছে ২২ অক্টোবর
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২১, ০০:৩১

দীর্ঘ প্রতীক্ষা শেষে চলতি মাসের ২২ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে চলচ্চিত্র 'ঢাকা ড্রীম'।
আভ্যন্তরীন বাস্তুচ্যুতি, জীবিকার প্রয়োজন ও উন্নত জীবনের আশায় নগরমুখি হওয়া প্রান্তিক মানুষের স্বপ্ন ও স্বপ্নভঙ্গের গল্প নিয়ে নির্মিত স্বাধীনধারার চলচ্চিত্র 'ঢাকা ড্রীম'।
ছবিটিতে অভিনয় করছেন - ফজলুর রহমান বাবু, শাহাদাৎ হোসেন, মুনীরা মিঠু, আবদুল্লাহ রানা, শাহরিয়ার ফেরদৌস সজীব, আনোয়ার হোসেন চৌধুরী, জয়ীতা মহলানবীশ, পূর্ণিমা বৃষ্টি, নাইরুজ সিফাত, ইকবাল প্রমুখ।
সম্প্রতি প্রকাশ হয়েছে ছবির দুই মিনিট ৩ সেকেন্ডের একটি ট্রেলার। যেখানে দেখা মিলেছে নানা ধরনের চরিত্রের। যার মধ্যে উল্লেখযোগ্য হলো ছাত্র, স্বল্পশিক্ষিত বেকার, অন্ধ ভিক্ষুক, স্বামী পরিত্যক্ত নারী, খুনি, রিকশাচালক, নরসুন্দর, রিয়েলিটি শোয়ের প্রতিযোগী, যৌনকর্মী এবং নদীভাঙনে গৃহহারা মানুষ।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: ঢাকা ড্রিম ফজলুর রহমান বাবু
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।