হানিফ সংকেতের জন্মদিন আজ

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২১, ০০:১২

হানিফ সংকেতের জন্মদিন আজ

শনিবার (২৩ অক্টোবর) হানিফ সংকেতের জন্মদিন। হানিফ সংকেত একাধারে উপস্থাপক, পরিচালক, অভিনেতা, প্রযোজক ও লেখক। বাংলাদেশে স্যাটেলাইট চ্যানেল আসার আগে থেকেই বিটিভিতে তুমুল জনপ্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’। অনুষ্ঠানটির উপস্থাপক হিসেবে দেশে বিদেশ খ্যাতি অর্জন করেছেন হানিফ সংকেত।

১৯৫৮ সালের ২৩ অক্টোবর বরিশালে জন্মগ্রহণ করেন হানিফ সংকেত। প্রয়াত ফজলে লোহানীর ‘যদি কিছু মনে না করেন’ ম্যাগাজিন অনুষ্ঠান দিয়ে তিনি খ্যাতি লাভ করেন। এরপর তিনি দেশের ইতিহাসে সর্বাধিক জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ নিয়ে হাজির হন। এখনো তিনি স্যাটেলাইট চ্যানেলের রাজত্বেও ‘ইত্যাদি’ নিয়ে ম্যাগাজিন অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে রাজত্ব করে চলেছেন। তার পরিচালিত ও উপস্থাপিত অনুষ্ঠান ইত্যাদিতে তিনি সামাজিক অসঙ্গতি, দুর্নীতিবিরোধী কার্যক্রম তুলে ধরেন।

চলচ্চিত্রেও অভিনয় করেছেন হানিফ সংকেত। বেশ কয়েকটি ব্যঙ্গ ও রম্য রচনা লিখেছেন তিনি।‘চৌচাপটে’, ‘এপিঠ ওপিঠ’, ‘ধন্যবাদ’, ‘অকাণ্ড কাণ্ড’, ‘খবরে প্রকাশ’, ‘ফুলের মতো পবিত্র... ’, ‘প্রতি ও ইতি’, ‘আটখানার পাটখানা’ অন্যতম।

এনএফ৭১/এমএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top