বাকের ভাইয়ের জন্মদিন আজ

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২১, ০৫:০৫

বাকের ভাইয়ের জন্মদিন আজ

নব্বই দশকে বাংলাদেশ টেলিভিশনের সবচেয়ে আলোচিত নাটক ‘কোথাও কেউ নেই’ নাটকের বাকের ভাইয়ের জন্মদিন আজ। ১৯৪৬ সালের এইদিনে নীলফামারী জেলায় জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা স্কুল শিক্ষক আবু নাজেম মোহাম্মদ আলী ও মা স্কুল শিক্ষক আমিনা বেগম। এ দম্পতির বড় ছেলে আসাদুজ্জামান মোহাম্মদ আলী। যিনি অভিনয়ে এসে হয়ে যান আসাদুজ্জামান নূর।

মঞ্চ দিয়েই অভিনয় জীবনের শুরু করেন আসাদুজ্জামান নূর। তার খ্যাতি ছড়িয়ে পড়ে বিটিভির সোনালি যুগে প্রচার হওয়া নাটকের মাধ্যমে। বিশেষ করে আশির দশক থেকে শুরু করে নব্বই দশকের বেশ কিছু ধারাবাহিক নাটকে নূর দুর্দান্ত অভিনয় দিয়ে কালজয়ী সব চরিত্রে অনন্য হয়ে আছেন দর্শকের অন্তরে। তার মধ্যে উল্লেখযোগ্য ‘এইসব দিনরাত্রি’, ‘অয়োময়’, ‘বহুব্রীহি’, ‘কোথাও কেউ নেই’, ‘আজ রবিবার’, ‘সবুজ ছায়া’, ‘নক্ষত্রের রাত’ নাটকগুলো। আসাদুজ্জামান নূর অভিনীত প্রথম টিভি নাটক ‘রঙ্গের ফানুস’। তার অভিনীত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শঙ্খনীল কারাগার’।

ছাত্রজীবনের বামপন্থি রাজনীতিক থেকে বর্তমানে তিনি হয়ে উঠেছেন রাষ্ট্রযন্ত্রের অন্যতম একজন সফল মন্ত্রী। ১৯৯৮ সালে আওয়ামী লীগের রাজনীতিতে এসে সক্রিয় হন তিনি। ২০০১ এর নির্বাচন থেকে শুরু করে ২০১৮ সাল পর্যন্ত নীলফামারী-২ (সদর) আসন থেকে এ পর্যন্ত টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের নির্বাচনের পর সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান তিনি।

রসংস্কৃতি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য স্বাধীনতা পদকসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন এই কিংবদন্তি। পেয়েছেন অসংখ্য সম্মাননা। এতোগুলো বছর পেড়িয়ে আজ ৭৫ বছরে পা রাখলেন বাকের ভাই।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top