পাকিস্তানের সিনেমায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২১, ০৪:৫৩
পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হয়েছে। এবার পাকিস্তানের একটি সিনেমায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে।
‘খেল খেল ম্যায়’ নামের এই সিনেমাটি চলতি মাসের ১৯ নভেম্বর মুক্তি পাবে। পাকিস্তানে করোনা মহামারির পর প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা হতে চলেছে এটি। সম্প্রতি এর ট্রেইলার প্রকাশ পেয়েছে। এরপরই মুক্তিযুদ্ধের বিষয়টি দর্শকদের নজরে আসে।
ট্রেইলারটির শুরুতেই উল্লেখ রয়েছে সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। এতে ৫০ বছর ধরে চলে আসা অবিশ্বাস, স্মৃতি ও মিথের রহস্য উন্মোচন করা হবে। সিনেমার দৃশ্যে বাংলাদেশের বিভিন্ন স্থান দেখানো হয়েছে। এছাড়া একটি দৃশ্যে কপালে বাংলাদেশের পতাকা বেঁধে রাইফেল হাতে একজনকে যুদ্ধও করতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, বর্তমানের প্রজন্মের কাছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ঘটনা তুলে ধরতে চেয়েছেন নির্মাতা।
তবে ট্রেইলার প্রকাশের পর বাংলাদেশি নেটিজেনদের মধ্যে এ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এই সিনেমায় প্রকৃত ঘটনা কতটুকু নিখুঁতভাবে তুলে ধরা হবে তা নিয়েও অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। এ ছাড়া জানা গেছে, বাংলাদেশের দৃশ্য দেখানো হলেও এই সিনেমার জন্য সংশ্লিষ্ট বিভাগের কাছে কোনো অনুমতি নেওয়া হয়নি। প্রকৃত সত্য তুলে ধরার কথা বলা হলেও নির্মাতাদের এমন লুকোচুরিতে অনেকে সন্দেহ প্রকাশ করছেন— হয়তো সিনেমায় নিজেদের মতো করেই মহান মুক্তিযুদ্ধে উপস্থাপন করতে চলেছেন নির্মাতা।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: পাকিস্তান
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।