মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

হঠাৎ কলকাতায় পরীমণি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২১, ০৫:০০

হঠাৎ কলকাতায় পরীমণি

হঠাৎ কলকাতায় পরীমণি

কলকাতায় গিয়েছেন পরীমণি। বর্তমানে সেখানে একটি পাঁচ তারকা হোটেলে অবস্থান করছেন তিনি।

বুধবার (৩ নভেম্বর) নিজের ফেসবুক প্রোফাইলে একাধিক ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন পরীমণি। কেবল নিজের নয়, হোটেলেরও একাধিক ছবি শেয়ার করেছেন। কলকাতায় কেন গেলেন- সে বিষয়ে এখনো পরীমণি আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানাননি। তবে জানা গেছে, চিকিৎসা নিতেই কলকাতা গেলেন এই অভিনেত্রী।

ছবিতে পরীর সঙ্গে আরেকজনকে দেখা গেছে। যদিও তাকে পরিচয় করিয়ে দেননি আলোচিত এ অভিনেত্রী। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হ্যাপি ল্যান্ডিং’। পাশে হ্যাশট্যাগে লেখা, ‘কলকাতা ২০২১’। এছাড়া, তিনি শপিংয়ের কয়েকটি ছবিও শেয়ার করেছেন ফেসবুকে।

এনএফ৭১/এমএ/২০২১



বিষয়: পরীমণি


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top