চার মহাদেশে মুক্তি পেতে যাচ্ছে ‘মিশন এক্সট্রিম’
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২১, ০৪:৫৫

আর মাত্র দুই সপ্তাহ পরই দীর্ঘ প্রতীক্ষিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’ আসছে প্রেক্ষাগৃহে। ৩ ডিসেম্বর দেশ ও বিশ্বের বহু দেশে একযোগে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
এর আগে বিশ্বের তিনটি মহাদেশে সিনেমাটির মুক্তির বিষয়টি নিশ্চিত হয়েছিল। এবার যুক্ত হলো চতুর্থ মহাদেশ। ইউরোপেও মুক্তি পেতে যাচ্ছে পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমাটি। কপ ক্রিয়েশনের এই সিনেমা ইংল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডে তিন ডিসেম্বর মুক্তি পাবে। প্রথমবারের মতো সেন্সরশিপ নিয়ে ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশি কোনো সিনেমা। এসব দেশে সিনেমাটি দেখা যাবে বিখ্যাত সব মাল্টিপ্লেক্সে। যুক্তরাজ্যের পরিবেশনায় দায়িত্বে রয়েছে রিভেরি ফিল্ম বিডি আর ফ্রান্সে পরিবেশনা করছে লা পয়েন্ট মাল্টিমিডিয়া প্যারিস।
সিনেমাটির অন্যতম পরিচালক ও প্রযোজক সানী সানোয়ার জানান, এই তালিকায় কিছুদিনের মধ্যে যুক্ত হবে সুইজারল্যান্ড, ইতালি, পর্তুগাল, ডেনমার্ক, সুইডেনসহ আরও কয়েকটি ইউরোপীয় দেশ। এ বিষয়ে আলোচনা এগিয়েছে অনেকদূর।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: ‘মিশন এক্সট্রিম
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।