বারী সিদ্দিকীর জন্মদিন আজ
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২১, ০৬:৩০
দরদী কণ্ঠের গায়ক ও বাঁশির জাদুকর বারী সিদ্দিকীর জন্মদিন আজ। বেঁচে থাকলে এবার ৬৭ বছরে পা রাখতেন। ১৯৫৪ সালের ১৫ নভেম্বর বাংলাদেশের নেত্রকোনায় এক সংগীত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন বারী সিদ্দিকী।
তার পারিবারিক নাম আবদুল বারী সিদ্দিকী। পরিবারের কাছে গান শেখায় হাতেখড়ি তার। মাত্র ১২ বছর বয়সেই নেত্রকোনার শিল্পী ওস্তাদ গোপাল দত্তের অধীনে আনুষ্ঠানিক প্রশিক্ষণ শুরু হয় তার। এছাড়া ওস্তাদ আমিনুর রহমান, দবির খান, পান্নালাল ঘোষসহ অসংখ্য গুণীশিল্পীর সরাসরি সান্নিধ্য লাভ করেন তার।
বংশীবাদক হিসেবেই সংগীতের ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। ১৯৯৯ সালে সবার কাছে গায়ক বারী সিদ্দিকী হিসেবে পরিচিতি পান। ওই বছর হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ ছবিটি মুক্তি পায়। সেই গানগুলোর মধ্যে রয়েছে ‘শুয়াচান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি’, ‘পুবালি বাতাসে’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘ওলো ভাবিজান নাউ বাওয়া’, ‘মানুষ ধরো মানুষ ভজো’। এরপর বাঁশিওয়ালা বারী সিদ্দিকী হয়ে উঠেন সবার প্রিয় গায়ক।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: বারী সিদ্দিকী জন্মদিন
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।