কঙ্গনার পদ্মশ্রী কেড়ে নেওয়ার দাবি
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২১, ০৭:০৫

সম্প্রতি ১৯৪৭ সালে ভারতের পাওয়া স্বাধীনতাকে ‘ভিক্ষের স্বাধীনতা’ বলে মন্তব্য করায় কঙ্গনা রানৌতের পদ্মশ্রী সম্মাননা প্রত্যাহারের দাবিও তুলেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাসহ অনেকেই।
এই বক্তব্যে সমালোচনার পর ইনস্টাগ্রামে কঙ্গনা লেখেন, ‘ওই সাক্ষাৎকারেই কিন্তু সব কিছু পরিষ্কার করে বলে দেওয়া হয়েছিল। ১৮৫৭ সালেই প্রথমবার দেশ স্বাধীনতার জন্য একজোট হয়েছিল। সেই সঙ্গে সুভাষচন্দ্র বসু, রানি লক্ষ্মী বাঈ ও বীর সাভারকরের কথাও জানিয়েছিলাম আমি। ১৮৫৭ সালের কথা আমি জানি। কিন্তু ১৯৪৭ সালে কোন যুদ্ধ হয়েছিল, তা আমি জানি না। যদি কেউ তা আমার নজরে আনতে পারেন তাহলে আমি আমার পদ্মশ্রী ফিরিয়ে দেব। ক্ষমাও চাইব। দয়া করে আমাকে এবিষয়ে সাহায্য করুন।’
এদিকে অভিনেত্রীর মন্তব্যের বিরোধিতা করে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠি লিখেছেন দিল্লির মহিলা কমিশনের (DCW) প্রধান স্বাতী মালিওয়াল। নিজের চিঠিতে অভিনেত্রীর পদ্মশ্রী কেড়ে নেওয়ার দাবি করেছেন তিনি।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: কঙ্গনা রানৌত পদ্মশ্রী
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।