রেকর্ড গড়ছে 'ঊনপঞ্চাশ বাতাস', যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২১, ০৪:৫৮

যুক্তরাষ্ট্র ও কানাডার মোট ১৬টি মূলধারার মাল্টিপ্লেক্সে একযোগে বাণিজ্যিকভাবে মুক্তি পাচ্ছে মাসুদ হাসান উজ্জ্বলের সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’। ১৯ নভেম্বর থেকে উত্তর আমেরিকার দুটি দেশে দেখা যাবে ছবিটি।
এর মধ্যে টাইমস স্কয়ার এর ফ্ল্যাগশিপ থিয়েটার Regal E-Walk 4DX & RPX ও আছে। এছাড়া টাইমস স্কয়ার ছাড়াও নিউইয়র্ক এর আরো ৩টি থিয়েটারে মুক্তি পাচ্ছে ‘ঊনপঞ্চাশ বাতাস’। এটিও একটি রেকর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশি সিনেমার বিশ্ব পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো এর কর্ণধার মোহাম্মদ অলিউল্লাহ সজীব বলেন, ‘আমেরিকা ও কানাডায় একযোগে ১৬টি মাল্টিপ্লেক্সে বাংলাদেশি সিনেমার মুক্তি পাওয়া একটি অভূতপূর্ব ঘটনা। বাংলাদেশের সিনেমার ইতিহাসে এ ধরনের ঘটনা এটিই প্রথম, রেকর্ড তো অবশ্যই। এমন ঘটনা যে ঘটতে পারে কিছুদিন আগে সেটিও ভাবা যায়নি।’
এদিকে, তালিকায় থাকা থিয়েটারগুলো হলো অ্যাস্টোরিয়ার Regal UA Kaufman Astoria & RPX, জ্যামাইকার Jamaica Multiplex Cinemas এবং বেলমোর এর Bellmore Playhouse। এছাড়া লস এঞ্জেলেস, ইউনিয়ন সিটি (বে এরিয়া), ডালাস, প্ল্যানো, অস্টিন, হিউস্টন, ওয়েস্ট পাম বিচ, নর্থ মিয়ামি, ফেয়ারফেক্স, হ্যানোভার এর ১টি করে ‘সিনেমার্ক’ থিয়েটার এবং কানাডার টরন্টো ও উইনিপেগ শহরের ১টি করে ‘সিনেপ্লেক্স’ থিয়েটারে মুক্তি পাচ্ছে ‘ঊনপঞ্চাশ বাতাস’।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।