একরাতেই জামিনে বেরিয়ে এলেন সায়নি

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২১, ০৭:৫০

একরাতেই জামিনে বেরিয়ে এলেন সায়নি

হঠাৎ করেই কলকাতার অভিনেত্রী ও তৃণমূল যুব নেত্রী সায়নী ঘোষকে গ্রেফতার করেছিলো বিহারের পুলিশ। তবে একরাতের মধ্যেই জামিন নিয়ে মুক্ত হয়ে বেরিয়ে এসেছেন তিনি।

জানা গেছে, তাকে দু’দিনের জন্য পুলিশি হেফাজতে রাখার আবেদন জানানো হয়েছিল। তবে শুনানি শেষে বিচারক জামিন দিয়েছেন সায়নীকে। জামিন পাওয়ার পর আবারও স্বমহিমায় সায়নী। ত্রিপুরায় বিজেপির অপশাসন নিয়ে তিনি অভিযোগ করে বলেন, ‘ত্রিপুরায় অপশাসন চলছে। মানুষ দেখছেন। মানুষ বিচার করবেন। পুলিশ, সিআরপিএফ দিয়ে টার্গেট করা হচ্ছে।’

এর আগে, ২২ নভেম্বর বিকেল পৌনে ৫টা নাগাদ তৃণমূল যুব নেত্রী সায়নী ঘোষকে আগরতলা আদালতে পেশ করা হয়। তার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছিল। সায়নীর বিরুদ্ধে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য করারও অভিযোগ আনা হয়েছিল।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top