২০ ঘণ্টা পিয়ানো বাজালেন ইবরার টিপু!

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২১, ০৭:২৭

২০ ঘণ্টা পিয়ানো বাজালেন ইবরার টিপু!

সম্প্রতি আরটিভির ‘ইয়াং স্টার’ প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন সংগীত পরিচালক ও গায়ক ইবরার টিপু। তিনি সেখানে পিয়ানো রাউন্ডে ২০ ঘন্টারও বেশি পিয়ানো বাজিয়ে অন্যরকম উন্মাদনা সৃষ্টি করেছেন।

২২-২৪নভেম্বর মোট তিনদিনে ২০ ঘন্টারও বেশি পিয়ানো বাজিয়েছেন তিনি। বিচারক হয়েও ৮১জন প্রতিযোগির সাথে পিয়ানো সঙ্গত করলেন তিনি। বাংলাদেশে এর আগে কখনও কোনো সংগীত বিষয়ক রিয়েলিটি শো'তে পিয়ানো দিয়ে এমন মনোমুগ্ধকর আয়োজন করা হয়নি।

এ প্রসঙ্গে ইবরার টিপু বলেন, ‘আমি এর আগেও সংগীত বিষয়ক বিভিন্ন রিয়েলিটি শো'তে বিচারক হিসেবে কাজ করেছি। এবার ৮১ জন প্রতিযোগির সঙ্গে নিজেই পিয়ানো বাজিয়েছি। প্রতিদিন দীর্ঘসময় পিয়ানো বাজানো যদিও অনেক বেশি পরিশ্রম হয়েছে তারপরও ভিন্নধর্মী এই আয়োজনে নিজেকে সম্পৃক্ত করতে পেরে আমি ভীষণ আনন্দিত।’

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top