শুক্রবার, ৭ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

সাতপাকে বাঁধা পড়লেন সায়ন্তনী ঘোষ

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২১, ০৫:৪৬

সাতপাকে বাঁধা পড়লেন সায়ন্তনী ঘোষ

দীর্ঘদিনের প্রেমিক অনুরাগ তিওয়ারির সঙ্গেই সাতপাকে বাঁধা পড়েছেন ভারতীয় অভিনেত্রী সায়ন্তনী ঘোষ। বিয়ে কলকাতায় হলেও অনুরাগের শহর জয়পুরে হবে রিসেপশন। সায়ন্তনী নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিয়ের কথা জানিয়েছেন।

খুব কাছের বন্ধু ও দুই পরিবারের উপস্থিতিতেই বিয়ের পর্ব সেরেছেন তারা। কোনো জমকালো অনুষ্ঠান নয়, ছিমছাম আয়োজনের মধ্য দিয়েই আট বছরের প্রেমের সম্পর্ককে সামাজিক স্বীকৃতি দিলেন তারা। ইনস্টাগ্রামে সেই মুহূর্তের কিছু ছবি শেয়ার করেছেন ভারতীয় ধারাবাহিকের এই জনপ্রিয় মুখ। ছোট পরিসরে বিয়ে করার কারণ জানিয়ে সায়ন্তনী বলেন, ‘আসলে অনুরাগ আর আমার সম্পর্কের যাত্রাটা এমনই। আমি কিন্তু আমার বিয়েটা এনজয় করতে চাই, ওই বিয়ের (প্রথাগত বিয়ে) চাপটা নিতে চাই না।’

বিয়েতে লাল বেনারসি শাড়িতেই সেজেছেন সায়ন্তনী। গত বছর মারা গেছে তার দিদিমা, তার স্মৃতি আগলে বিয়ের অনুষ্ঠানে দিদিমার দেওয়া একটি শাড়ি পরবেন বলে জানিয়েছিলেন তিনি। তিনি জানান, তার বিয়ের মেন্যুতে আর কিছু থাকুক বা না থাকুক দুটো জিনিস অবশ্যই থাকছে, পান আর আইসক্রিম।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top