স্বামী হারালেন অভিনেত্রী আনোয়ারা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২১, ০৪:৪৪

স্বামী হারালেন অভিনেত্রী আনোয়ারা

দেশের কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারার স্বামী মারা গেছেন। শুক্রবার (১০ ডিসেম্বর) রাত ৩টা ১০ মিনিটে তার স্বামী মহিতুল ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আনোয়ারার মেয়ে অভিনেত্রী রুমানা রাব্বানী মুক্তি এই তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার সকালে তিনি জানান, 'আমার বাবা ভোর ৩-১০ মিনিটে মারা গেছেন। বাবা নিজের অজান্তেও যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন, তাহলে ওনাকে ক্ষমা করে দিয়েন।' বাবার জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন মুক্তি।

বেশ কিছুদিন ধরেই ব্রেনের সমস্যায় ভুগছিলেন আনোয়ারার স্বামী মহিতুল ইসলাম। ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার জন্য ৩০ লাখ টাকা অনুদান দিয়েছিলেন। দীর্ঘ চিকিৎসার পর শেষ রক্ষা হলো না তার।

এনএফ৭১/এমএ/২০২১



বিষয়: আনোয়ারা


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top