কাঁচাবাদাম বিক্রেতাকে টাকা উপহার দিলেন মদন মিত্র
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২১, ০৬:০৬

বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেরিওয়ালার গাওয়া কাঁচাবাদাম গানটি অন্যতম ভাইরাল হয়েছে। গানটি গেয়েছেন পশ্চিমবঙ্গের ভুবন বাদ্যকর।
সম্প্রতি কলকাতার চারু মার্কেট এলাকায় গানটি গাইছিলেন তিনি। সেখানে ভোটের প্রচারে ছিলেন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও সাবেক মন্ত্রী মদন মিত্র। গান শুনে ভুবনের কাছে যান তিনি। ভুবনের বেশ প্রশংসা করেন তিনি। তাকে বলতে শোনা যায়, আহা! লাভলি।
উপস্থিত সংবাদকর্মীদের উদ্দেশে মদন মিত্র বলেন, এত ভালো গান গেয়েছে...বিধায়ক হিসেবে আমার যে বেতন, তার থেকে ওকে (ভুবন) ২০ হাজার টাকা দিলাম। সে সময় উপস্থিত লোকজনের উদ্দেশ্যে বাদাম, বাদাম, বাদাম বলে হাঁক দেন মদন। তার সঙ্গে সুর মেলান ভুবন।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: কাঁচাবাদাম মদন মিত্র
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।