সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

৩১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘চিরঞ্জীব মুজিব’

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২১, ০৫:৫৫

৩১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘চিরঞ্জীব মুজিব’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত সিনেমা ‘চিরঞ্জীব মুজিব’। সিনেমাটি বছরের শেষ দিন, ৩১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে।

রবিবার (১২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ প্রজেকশন হলে আয়োজিত এক সংবাদ সম্মেলন ও প্রিমিয়ার অনুষ্ঠিত এ কথা জানান চলচ্চিত্রটির পরিচালক ও সংলাপ রচয়িতা নজরুল ইসলাম। ২৩ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্রটির ৩টি পোস্টারে স্বাক্ষরের মাধ্যমে উদ্বোধন করেন।

সংবাদ সম্মেলন ও প্রিমিয়ারে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী অনুদিত হয়েছে বিভিন্ন ভাষায়। অন্য ভাষাভাষীসহ কোটি কোটি মানুষ গ্রন্থটি পড়েছেন। কিন্তু এটি নিয়ে চলচ্চিত্র নির্মাণ হয়নি। এই চলচ্চিত্রের জন্য বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই। চলচ্চিত্রটি অন্যান্য দেশেও অন্যান্য ভাষায় ডাবিং করে পাঠালে বঙ্গবন্ধুর জীবন এবং কর্ম সংগ্রাম সম্পর্কে বিশ্ববাসী জানতে পারবে।’

ছবিটির পরিচালক নজরুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধুর আত্মজীবনীর একটি অংশ নিয়ে সিনেমটি তৈরি হয়েছে। বঙ্গবন্ধু তো একদিনে গড়ে উঠেননি। বঙ্গবন্ধু হয়ে উঠার ছোট্ট কিছু ঘটনা এখানে তুলে ধরা হয়েছে। ইতিহাসনির্ভর সিনেমা তৈরি করতে গেলে অনেক প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে যেতে হয়। আমাদের ক্ষেত্রেও তেমনটা ছিল।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top